দিনাজপুরে নির্বাচনী প্রচারণায় যোগ হয়েছে এক নতুন মাত্রা

মানুষের ভালোবাসা ও সমর্থনই হচ্ছে এগিয়ে চলার শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
রোগীদের সেবা দিচ্ছেন প্রার্থী ডা: আব্দুল আহাদ
রোগীদের সেবা দিচ্ছেন প্রার্থী ডা: আব্দুল আহাদ |নয়া দিগন্ত

দিনাজপুর-৫ আসনে নির্বাচনী প্রচারণায় রোগীদের সেবা দেয়ায় যোগ হয়েছে এক নতুন মাত্রা।

বুধবার (২৮ জানুয়ারি) পার্বতীপুর ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নে নয়া বাজারে জোটের শাপলা কলি প্রতীকের নির্বাচনী প্রচারণায় ঘরে ঘরে গিয়ে রোগীদের সেবা প্রদান করতে দেখা যায় সংসদ সদস্য প্রার্থী ডা: আব্দুল আহাদকে।

তিনি নয়া দিগন্তকে জানান, মানুষের ভালোবাসা ও সমর্থনই হচ্ছে এগিয়ে চলার শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ব আমরা।

উল্লেখ্য, পার্বতীপুর ফুলবাড়ি উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে ১১ দলীয় জোটের প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয় ডা: আব্দুল আহাদ। নির্বাচনী প্রচারণার দিন থেকেই তিনি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার প্রতি গ্রামে গ্রামে চষে বেড়াচ্ছেন। তার সাথে যোগ দিয়েছেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীরাও। প্রচারণায় কোনো ঘাটতি নেই। তবে সংসদীয় আসনের প্রার্থী একজন ডাক্তার হওয়ায় গ্রামের যেখানেই যাচ্ছেন সেখানে হতদরিদ্রদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তিনি। দিচ্ছেন পথ্যও। বয়সে তরুণ এই ডাক্তার প্রার্থীকে নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

তার নির্বাচনী প্রচারণা টিম জানায়, প্রচার-প্রচারণা চেয়ে মানব সেবায় সময় দিতে হয় বেশি।