কুয়াকাটায় গোসলে নেমে নিখোঁজ খুলনার তরুণ

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই আমরা উদ্ধারের জন্য অভিযান শুরু করেছি। এখনো অভিযান চলছে।’

কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা, নিখোঁজ সামাদ (ডানে)
উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের সদস্যরা, নিখোঁজ সামাদ (ডানে) |নয়া দিগন্ত

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে মিয়া সামাদ সিদ্দকী (১৭) নামে এক তরুণ নিখোঁজ হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে আসা সাতজনের একটি পর্যটক দলের সদস্য। দলটি সোমবার কুয়াকাটায় পৌঁছে স্থানীয় একটি আবাসিক হোটেলে ওঠে। মঙ্গলবার সকালে দলটির পাঁচজন সৈকতে গোসল করতে নামলে সাঁতার না জানায় সামাদ ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যায়। তার সঙ্গীরা ঢেউয়ের সাথে লড়াই করে তীরে উঠতে সক্ষম হলেও সামাদ আর ফিরে আসেনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হারুন জানান, ‘ছেলেটি পানিতে হাত উঁচিয়ে সাহায্য চেয়েছিল। আমরা ছুটে যেতে যেতেই সে তলিয়ে যায়।’

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো: মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই আমরা উদ্ধারের জন্য অভিযান শুরু করেছি। এখনো অভিযান চলছে।’

নিখোঁজ সামাদের বন্ধু সেলিম রেজা বলেন, ‘আমরা সবাই মিলে আনন্দ করতে কুয়াকাটা এসেছিলাম। ভাবতেও পারিনি এমন ঘটনা ঘটবে। খুব খারাপ লাগছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকর্মীদের সমন্বয়ে জিরো পয়েন্টসহ আশপাশের এলাকায় উদ্ধার অভিযান চলছে।