বেনাপোল কাস্টম হাউসে জলাবদ্ধতা, তলিয়ে গেছে সবজি ক্ষেত ও মাছের ঘের

টানা বর্ষণের কারণে শার্শা উপজেলাসহ বেনাপোলের প্রায় ৩৫ সেক্টর আবাদি জমি পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে মাছের ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ও মাছ চাষিরা।

বেনাপোল (যশোর) সংবাদদাতা

Location :

Jashore
বেনাপোল কাস্টমসের সামনে পানিতে তলিয়ে গেছে
বেনাপোল কাস্টমসের সামনে পানিতে তলিয়ে গেছে |নয়া দিগন্ত

কয়েক দিনের টানা বৃষ্টিতে যশোরের বন্দর নগরী বেনাপোল কাস্টমস হাউজের ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ব্যবসায়ীদের যাতায়াতে বিঘ্নতা সৃষ্টি হয়েছে।

এছাড়া টানা বর্ষণের কারণে শার্শা উপজেলাসহ বেনাপোলের প্রায় ৩৫ সেক্টর আবাদি জমি পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে মাছের ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ও মাছ চাষিরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান জানান, ‘কাস্টমস হাউসের দক্ষিণ দিকে রেল কর্তৃপক্ষ বাঁধ দেয়ার কারণে আমাদের ভেতরের পানিগুলো সরতে পারছে না। পানি নিষ্কাশন না হওয়ার কারণে কাস্টমস হাউসের ভিতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘বেনাপোলের মূল সড়ক থেকে কাস্টম হাউস অনেক নিচু হওয়ায় উপরের পানিগুলো সব আমাদের ভেতর প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি করছে। তবে জমে থাকা পানিগুলো সেচ মেশিন দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে।’

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীপক কুমার সাহা জানান, ‘কয়েকদিনের টানা বর্ষণে বেনাপোলসহ শার্শা উপজেলার মাঠঘাট এর ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৩৫ হেক্টর আবাদি জমি নষ্ট হয়েছে। তলিয়ে গেছে কয়েকটি মাছের ঘের ও পুকুর।’