চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

কুমিল্লার চৌদ্দগ্রামের মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা ও মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামের মরকটা ইসলামিয়া আলিম মাদরাসা ও মরকটা রাবেয়া আরশাদ উচ্চ বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশন’।

মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদরাসা ও বিদ্যায়ল মাঠে এ কার্যক্রম চলে।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়নের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মো: রাফি, ইসরাফিল, মাহিন, রাফি, মডারেটর কেফায়েত, সদস্য রিপাত ও রাকিসহ প্রতিষ্ঠানের শিক্ষকরা।

শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত করায় চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের সকলকে অভিনন্দন জানান স্থানীয়রা।

চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন বলেন, ‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’-এ প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠার পর থেকে আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। বিশেষ করে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে তরুণ সমাজকে উৎসাহিত করছি। গতকাল পর্যন্ত ২ হাজার ৭’শ ২৫ ব্যাগ রক্ত বিনামূল্যে দান করা হয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।