নাটোরের বড়াইগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকালে বড়াইগ্রাম পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ।
ছাত্রশিবিরের থানা সভাপতি আশিকুজ্জামান আশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের থানা সেক্রেটারি হাসিবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম, ছাত্রশিবিরের জেলা সভাপতি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল হোসাইন এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত দেড় শতাধিক শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও বই তুলে দেন।