মুন্সীগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু ইউসুফ গণসংযোগ করেছেন। এ সময় তিনি পথসভা ও ঘরোয়া সমাবেশে ভোটারদের কাছে দোয়া চান। একইসাথে দাঁড়িপাল্লায় ভোটের আশ্বাস দিতে দেখা যায় কর্মজীবী মানুষদের।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে মাগরিব পর্যন্ত এ গণসংযোগ করেন তিনি।
গণসংযোগটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনবিভাগ এলাকা থেকে শুরু হয়ে কাটাখালি বাজার হয়ে ছোট কাটাখালি বাজারে গিয়ে শেষ হয়। পথে স্থানীয়দের সাথে কথা বলে নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন জামায়াতের এ প্রার্থী।
কর্মসূচিতে পৌরসভার সেক্রেটারি উজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মুবিন, মজলিশের শূরা সদস্য মাওলানা মোকসেদুর রহমান ও মহসিন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।



