নারায়ণগঞ্জ -৫ আসনে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ‘বিএনপির অভূতপূর্ব জাগরণে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা সর্বত্র তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দিচ্ছি। জনগণের ব্যাপক সাড়ায় আমরা এতটুকু নিশ্চিত যে, আগামী নির্বাচনে বিএনপি ভোট বিপ্লবের মাধ্যমে জয়ী হয়ে দেশের প্রত্যেকটি মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত করবে।‘
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড এলাকার ডায়মন্ড হল থেকে শহরের টানবাজার ইয়ার্ন মার্চেন্ট অফিস পর্যন্ত গণসংযোগ শেষে গণমাধ্যমে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
এ সময় গণসংযোগ প্রচারণে আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি সজল, স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি রানা ও বিএনপি নেতা শওকত হাশেম শকুসহ প্রমুখ।



