বরিশালের উজিরপুরে দীর্ঘ একযুগ পরে বাড়ি ফিরেছেন বিএনপি নেতা জিয়া আমিন। এ উপলক্ষে দলীয় নেতা-কর্মীরা সংবর্ধনার আয়োজন করে।
রোববার (২২ জুন) বেলা ১১টায় দক্ষিণ আফ্রিকা থেকে নিজ জন্মভূমি উজিরপুরে আসেন বিএনপি নেতা মো. জিয়া আমিন রাড়ী। এ দিন উপজেলায় তার নিজ বাড়িতে বামরাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনার আয়োজন করে।
বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন যগ্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহিন সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান লিখন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ হোসেন, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু।
বামরাইল ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সংবর্ধনায় উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুলে ফুলে সিক্ত হন জিয়া আমিন রাড়ী।
এ দিকে জিয়া আমিন রাড়ীকে একনজর দেখার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভীড় দেখা যায়।
বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বামরাইলে আসে।