ভোলার বোরহানউদ্দিন ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী তানহা (৮) ও মিম (১০) নিখোঁজ হয়ে পড়েছেন। একসাথে দুই মেয়ে হারানোর বেদনায় পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে মাদরাসায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তারা।
নিখোঁজ তানহা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো: কামালের মেয়ে এবং তৃতীয় শ্রেণির ছাত্রী। অন্যদিকে মিম পঞ্চম শ্রেণিতে পড়ে এবং তার বাবা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর কামাল তাকে নিজের মেয়ের মতো লালনপালন করে আসছেন।
তানহার চাচা শাজাহান খন্দকার জানান, ধারণা করা হচ্ছে, তারা বরিশালে অবস্থান করছে। ইতোমধ্যে থানায় জিডি করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত খুঁজে পাওয়া যাবে।‘
এদিকে তাদের সন্ধান পাওয়া গেলে ০১৮৩৭৯৯৬১০৭ অথবা ০১৭২৯৮১২২৫২ নম্বরে যোগাযোগ করার কথা জানিয়েছে পরিবার।