ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি বদরুল আলম গ্রেফতার

গ্রেফতার বদরুল আলম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)
বদরুল আলম গ্রেফতার
বদরুল আলম গ্রেফতার |নয়া দিগন্ত

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও সম্প্রতি সাভারের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর ঘটনায় অর্থ যোগানদাতা বদরুল আলমকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন ছাত্র-জনতা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: মজিবুর রহমান।

গ্রেফতার বদরুল আলম জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে হেমায়েতপুরের ভাঙ্গা সেতু এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার পলাতক আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা শাটডাউন কর্মসূচি চলাকালীন সাভারের বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অর্থ যোগানদাতা বদরুল আলম সরদারকে বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আজ দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের স্কোয়াড লিডার মো: নাজমুল বলেন, ‘হেমায়েতপুরের ভাঙ্গা সেতু এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে আমরা বদরুলকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করেছি।’