বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনিত প্রার্থী ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিলে সাভার ও আশুলিয়া সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত থাকবে।’
মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে আশুলিয়া বাজার ও টংগাবাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা: সালাউদ্দিন বাবু বলেন, ‘আমরা অনেক হিসাব-নিকাশ করে চলছি। জনগণ এবার খুব হিসাব-নিকাশ করে ভোট দিবে এবং জনগণ আস্থায় আনতেছে কি না সেটাও দেখার বিষয়।’
এসময় তিনি বলেন, ‘বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। স্বৈরশাসক শেখ হাসিনা বিএনপিকে ধবংস করার জন্য অনেক ষড়যন্ত্র করছেন। বিদেশীদের কাছে নালিশ করেছে যে এই দলে কোন লোক নেই। কিন্তু সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। জনগণের ভোটে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এসময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, বিএনপি নেতা নুরুল ইসলাম সরকার ও আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



