পোরশায় ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র নিহত

নওগাঁর পোরশায় মাটি-বোঝাই ট্রাক্টরের চাপায় স্কুলছাত্র হাবিবুর রহমান (৯) নিহত হয়েছে; ক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন দিয়েছে।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
পোরশা থানা
পোরশা থানা |ফাইল ছবি

নওগাঁর পোরশায় মাটি-বোঝাই কাঁকড়া ট্রাক্টরের চাপায় হাবিবুর রহমান হাবিব (৯) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর কাপালীর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাবিব ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদের (চাক্কু) ছেলে ও নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, হাবিব দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইটভাঁটাগামী দ্রুত গতির

মাটি-বোঝাই কাঁকড়া ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়। ক্ষুদ্ধ জনতা ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

পোরশা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।