ঝিনাইদহে ব্যবসায়ীকে হত্যা, হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিহত তোয়াজ উদ্দিন শেখ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

ঝিনাইদহে তোয়াজ উদ্দীন (৫০) নামে এক ব্যবসায়ীকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তোয়াজ উদ্দিন শেখ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।

পুলিশ জানায়, বুধবার বিকেলে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে।

তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত তা জানা যায়নি। হত্যার পর ঘাতকরা বাইরে থেকে তালা দিয়ে যায়।

স্থানীয়রা চেয়ারম্যান খুরশিদ আলম মিঞা জানান, নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি গ্রামের বাড়িতে একা বসবাস করতেন। সবশেষ গত সোমবার গ্রামের অনেকের সাথে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বুধবার রাতে ঘটনাস্থল থেকে জানান, তোয়াজ নামে এক ব্যক্তির হাত পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে আমরা ধারণা করছি। সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত শুরু হয়েছে। তদন্তের পরে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।