মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধনা পেলেন পিরোজপুরের ৩ কৃতি সন্তান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধনা পেলেন পিরোজপুরের ৩ কৃতি সন্তান
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সংবর্ধনা পেলেন পিরোজপুরের ৩ কৃতি সন্তান |নয়া দিগন্ত

পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন পিরোজপুর জেলার তিন কৃতি সন্তান। গ্রাজুয়েশন শেষ করায় তাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ৬১তম সমাবর্তন অনুষ্ঠানে তারা এ সংবর্ধনা পান।

গ্র্যাজুয়েট তিনজন হলেন- পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার শায়খ হাবীবুর রহমান সাইফী আল মাদানী, মঠবাড়িয়া থানার শায়খ হুমায়ুন কবির আল মাদানী ও স্বরুপকাঠী উপজেলার শায়খ আব্দুর রউফ আল মাদানী।

জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিশ্বের ১১৪টি দেশের মোট তিন হাজার ১২৮ জন শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করে সমাবর্তনে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদিনার গভর্নর সালমান বিন সুলতান বিন আব্দুল আজিজ আল সৌদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. সালিহ আল উকলাসহ বিশ্ববরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।