ঈশ্বরগঞ্জে নবগঠিত কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

‘কৃষক দলের লক্ষ হচ্ছে কৃষকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। বর্তমান কৃষকরা যে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন, তা থেকে মুক্তি পেতে সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই।’

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে নবগঠিত কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে নবগঠিত কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবগঠিত কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলা সদরের পৌর অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর কৃষক দলের আহ্বায়ক ওয়াসিম উদ্দিন ও সদস্য সচিব ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম হারুন অর রশীদ, কামরুজ্জামান লিটন, আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, রুহুল আমিন মাস্টার, আহসান পারভেজ, অ্যাডভোকেট শাহজাহান সাজু, হোসেন মোহাম্মদ মন্ডল, শাহজাহান জয়পুরী, আব্দুল্লাহ আল মামুন খোকন, আমিনুল ইসলাম খান মনি, নিজাম উদ্দিন, শরীফ আবেদীন জায়েদী, আজিজুল হক বাদল, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী টিপু, মেহেদী হাসান রুবেল, সালাহ উদ্দিন খুররম, হায়দার আলী, আবুল কাশেম শেক্সপিয়র, নূর নবী, তারেক আজিজ, খলিল উল্লাহ বাচ্চু, হযরত আলী ও মনিরুল ইসলাম জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ বলেন, ‘কৃষক দলের লক্ষ হচ্ছে কৃষকদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। বর্তমান কৃষকরা যে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন, তা থেকে মুক্তি পেতে সংগঠিত হওয়া ছাড়া বিকল্প নেই।’

প্রধান বক্তা প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘দেশের কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক দল সবসময় সোচ্চার থাকবে। আমরা মাঠে-ময়দানে কৃষকের পাশে আছি এবং থাকব।’

সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।