নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু ২

মোটরসাইকেল আরোহীরা অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
রেল লাইন
রেল লাইন |ফাইল ছবি

নীলফামারী-সৈয়দপুর রেলপথের পলাশবাড়ী তেতুলতলা রেলঘুন্টি নামক স্থানে ট্রেনে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যৃ হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনা মৃত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কালটু রায়ের ছেলে সন্তোষ (৪৫) ও একই গ্রামের সনাতন রায় শেলটুর ছেলে ভবেশ রায় (২৮)। তারা নীলফামারী উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানায়, নীলফামারীর চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পলাশবাড়ী তেতুলতলা রেলঘুন্টি স্থানে এলে মোটরসাইকেল আরোহীরা অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেলের চালক ও আরোহীর শরীরের বিভিন্ন অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের মোটরসাইকেলটি ট্রেনের ইঞ্জিনের সামনে পড়লে ট্রেনটি এক কিলোমিটার দূরে এসে নীলফামারী রেল স্টেশনের অদূরে নীলফামারী মৎস্য উৎপাদন খামারের সামনে এসে থেমে যায়। পরে ট্রেনের দায়িত্বরতরা ইঞ্জিনের সামনে থেকে মোটরসাইকেলটি সরিয়ে পুনরায় যাত্রা শুরু করেন।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ বলেন, লাশ উদ্ধারের জন্য সৈয়দপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।