নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু গণসংযোগ করছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল শহরের পুরনো বাসটার্মিনাল চত্বর ও জেলা হাসপাতাল মার্কেটে গণসংযোগ করেন তিনি।
জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, ‘দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী এলাকার সকল প্রান্তে গণসংযোগ করেছি। সর্বত্র ঘুরে ভোটারদের মন বোঝার চেষ্টা করেছি। অতীতেও নড়াইল-২ আসনে জামায়াতের ভোটার ও জনবল শক্তি ছিল। এখন সেই দৃশ্যপট আরো শক্তিশালী হয়েছে। বিগত ১৬ বছরে বিভিন্ন হামলা-মামলা নিয়েও গণমানুষের মাঝে থাকার চেষ্টা করেছি। তবে বাধার কারণে সর্বত্র যেতে পারিনি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে সবসময় মানুষের কাছাকাছি থেকেছি। আশা করছি এ আসনের ভোটাররা জামায়াতের প্রার্থীকে বেছে নিবেন ইনশাআল্লাহ।’
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



