মাগুরায় জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারক লিপি প্রদান

মাগুরায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে পাঁচ দফা দাবিসহ স্মারক লিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদানে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত আমির সহকারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারক লিপি প্রদান
মাগুরায় জেলা প্রশাসকের কাছে জামায়াতের স্মারক লিপি প্রদান |নয়া দিগন্ত

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়ন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে মাগুরার জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর নেতৃত্বে এ স্মারক লিপি দেয়া হয়।

এ সয়ম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুল মতিন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমির অধ্যাপক আশরাফুল আলম, ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা শাখার সভাপতি মো: আমিনউদ্দীন আশিকসহ অন্যরা।