মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেয়ার অপরাধে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়, বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সরকারি কাজে সহযোগিতা না করে অসদাচরণ ও পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রমে বাধা সৃষ্টি এবং চরম ধৃষ্টতার মাধ্যমে কর্মকর্তাদের প্রকাশ্যে অপমান, অপদস্ত করেছেন। সরকারি ভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় চেয়ারম্যানের ভাই পারভেজকে আটক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে তিনি মোবাইল কোর্টের ওপর চড়াও হন। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে তথ্য প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
জেলা প্রশাসক আরো জানান, প্রয়োজনীয় তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের নেতৃত্বে লেঙ্গুরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমানের বাধার মুখে পড়তে হয়।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাধ্য হয়ে মোবাইল কোর্ট পরিচালনা না করেই ফিরে যান। এই সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।



