চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি নিচে পড়ে একজন নিহত

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Chattogram City
দুর্ঘটনাকবলিত গাড়ি
দুর্ঘটনাকবলিত গাড়ি |সংগৃহীত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে একটি প্রাইভেটকার ছিটকে নিচের সড়কে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল।

তিনি বলেন, ‘এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে এক তরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।’

গাড়িটি বেপরোয়া গতিতে চলার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।