‘নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে’

‘নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।’

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তিনমাথায় গণসংযোগ ও পথসভা
বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তিনমাথায় গণসংযোগ ও পথসভা |নয়া দিগন্ত

নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন। ইসলামী আদর্শের ভিত্তিতে একটি অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করছে জামায়াত। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে হবে।’

শুক্রবার (২৯ আগস্ট) বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তিনমাথায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ ও এক পথসভায় এসব কথা বলেন তিনি।

ওয়ার্ড আমির অধ্যাপক আবু হানিফের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম আযমের পরিচালনায় পথসভায় আরো বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, শহর প্রচার ও মিডিয়া সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, সরকারী আজিজুল হক কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।