ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মুস্তাফিজ কাজী পদে নিয়োগ

কাজী নিয়োগের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
কাজী মুস্তাফিজুর রহমান
কাজী মুস্তাফিজুর রহমান |নয়া দিগন্ত

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতা কাজী মুস্তাফিজুর রহমান। তার এ নিয়োগকে কেন্দ্র করে উপজেলা জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও ক্ষোভ।

স্থানীয়দের প্রশ্ন নিষিদ্ধ সংগঠনের পদধারী একজন নেতা কিভাবে সরকারি অনুমোদন পেলেন এবং বহাল রয়েছেন?

জানা গেছে, কাজী মুস্তাফিজুর রহমান ছাত্রলীগের শুভপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত হলেও চলতি বছরের ২৮ জানুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-৭-এর সিনিয়র সহকারী সচিব সাইদুজ্জামান শরীফ স্বাক্ষরিত নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স তার নামে ইস্যু করা হয়।

স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন মুস্তাফিজ।

একই পদে আবেদনকারী এক প্রার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, ‘ছাত্রলীগের নেতা হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে কাজী পদে নিয়োগ পেয়েছেন তিনি। প্যানেল তৈরির দিন অন্য কোনো প্রার্থীকে মনোনয়ন কর্তৃপক্ষের সামনে যেতে দেয়া হয়নি।’

উল্লেখ্য, ২০২১ সালে শুভপুর ইউনিয়নের দক্ষিণ কুহুমা গ্রাম থেকে মেম্বার পদে নির্বাচন করেছিলেন কাজী মুস্তাফিজুর রহমান।

নিয়োগ বঞ্চিত প্রার্থী নুর মোহাম্মদ ভূঁইয়া এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন। আদালত মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিলেও তা এখনো হয়নি।

ছাগলনাইয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর বিএ বলেন, ‘ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর নিষিদ্ধ সংগঠনের নেতা কাজী হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি শুনে আমি বিস্মিত। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বলেন, ‘কাজী নিয়োগের সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কোনো অনিয়ম হয়ে থাকে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

অভিযুক্ত কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘আইন মন্ত্রণালয় আমাকে নিয়োগ দিয়েছে। আদালত অবমাননা হয়েছে কি না, সেটা তারা বুঝবেন। আমি ছাত্রলীগ থেকে বহিষ্কৃত।’