নারায়ণগঞ্জে তারেক রহমান

একজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করেছে

‘একটি বাহিনী আছে এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে গেছে ও প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে। তাহলে এদের সাথে গত ১৫ বছর যে গোষ্ঠী ভোট ডাকাতি করেছে তাদের পার্থক্য কোথায়?’

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
নারায়ণগঞ্জে তারেক রহমান
নারায়ণগঞ্জে তারেক রহমান |নয়া দিগন্ত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একটি বাহিনী আছে এনআইডি কার্ড সংগ্রহ করছে, মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে গেছে ও প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে। তাহলে এদের সাথে গত ১৫ বছর যে গোষ্ঠী ভোট ডাকাতি করেছে তাদের পার্থক্য কোথায়?’

শুক্রবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভোর ৪টার আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এদিন আড়াইহাজারের পাঁচরুখী আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রবাসীদের পোস্টাল ব্যালটের কথা আমরা অনেক আগে থেকে বলেছিলাম। সরকার সেটা পূরণ করেছে, সবটা না পারলেও অনেকটা করেছে। কিন্তু পত্রিকার খবরে দেখলাম, পোস্টাল ব্যালট সরিয়ে ফেলা হয়েছে। কাজেই ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা ষড়যন্ত্র করে ভোট পেতে চায়, সেই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আমি যাদের দায়িত্ব দিয়েছি তাদেরকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করে দেশ গড়ার শপথ নিতে হবে। দেশের মালিক জনগণ, জনগণেই সিদ্ধান্ত নিতে হবে কারা দেশ চালাবে।

তিনি বলেন, একজন ষড়যন্ত্র করেছে আরেকজন ডাকাতি করে ভোট নিয়ে গেছে। ভোটের দিন তাহাজ্জুদের সময় উঠে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়বেন। তিনি বলেন, অভাবী পরিবারগুলোকে ফ্যামিলি কার্ড দিতে চাই। যাতে তারা স্বাবলম্বী হয়। কৃষকদের জন্য কাজ করতে চাই। যাতে তারা সব রকমের সুযোগ সুবিধা পায়। যারা বেকার আছে দেশে চাকরির ব্যবস্থা করতে হবে। ট্রেনিং দিয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে।

তারেক রহমান বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, দীর্ঘ ১৫ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে, মিথ্যা মামলা ও গুমের সংস্কৃতি চালানো হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট মানুষ রাস্তায় নেমেছিল তাদের অধিকার ফিরে পাওয়ার দাবিতে। সেই অধিকার আগামী ১২ তারিখ ভোটের মাধ্যমে প্রতিষ্ঠা করতে হবে। বক্তব্য শেষে বিএনপির তারেক রহমান নারায়ণগঞ্জ জেলার সংসদীয় আসনের দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করে দেন।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে সভামঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।