শামসুজ্জামান দুদু

আমরা এমন নেতার রাজনীতি করি যার ঢাকা শহরে একখণ্ড জমি নেই

তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগের স্থান হবে না।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা
মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে অতিথিরা |নয়া দিগন্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘আমরা এমন এক নেতার রাজনীতি করি যিনি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর ও একটি স্বাধীনতা যুদ্ধকালীন ফোর্সের অধিনায়ক ছিলেন। সেই শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যার ঢাকা শহরে একখণ্ড জমি ছিল না। ছিল না কোনো গাড়ি-বাড়ি ও ব্যাংক হিসাব। তিনি আমাদের আদর্শ।’

শনিবার (১০ মে) মাদারগঞ্জ বালিজুরি এফএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী-সন্তানের দায়িত্ব নিয়েছিল সরকার। তৎকালীন সরকার তার সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি বাড়ি দিয়েছিল। দেশ-বিদেশের চোর শেখ পরিবার সেই বাড়িটিও কেঁড়ে নিয়েছে। একইসাথে চোর ও পলাতক হাসিনা আদালতের ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলায় ৫ বছরের সাজা ১০ বছর করে দেশের তিনবারের প্রধানমন্ত্রীকে উন্নত চিকিৎসা নেয়ারও সুযোগ দেয়নি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার বাপ কম্বল চোর ছিল, তার ভাই ব্যাংক ডাকাত আর বোন শেখ রেহানা ও ছেলে জয়সহ হাসিনা দেশের টাকা পাচারকারী। এদিকে ভাগ্নি টিউলিপ সিদ্দিকী ব্রিটিশের এমপি ও মন্ত্রী হয়েও বাংলাদেশের টাকা চুরি করেছে। ব্রিটিশ সরকার তাকে ঘাড় ধরে নামিয়ে দিয়েছে। এদিকে বর্তমানে ছাত্রলীগ-আওয়ামী লীগের পাতি নেতারাও প্রাডো গাড়ির মালিক। ওরা সবাই চোরের দল। চুরি করাই তাদের পেশা।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগের স্থান হবে না। জুলাই-আগস্টের গণহত্যাসহ হেফাজত ইসলামের আলেম ও মাদরাসার এতিম ছাত্র, ৫৭ জন সেনা কর্মকর্তা, বিডিআর সদস্য ও তথাকথিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারের মাধ্যমে বিএনপি ও জামায়াত নেতাদের যে ফাঁসি দিয়ে খুন করা হয়েছে তার বিচার হতে হবে।’

সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল কাদের বাবুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বক্তব্য রাখেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ুবিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ বিএনপির সভাপতি মোস্তাফিজর রহমান বাবুল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বক্তব্য রাখেন।