বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আগামী ২ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান চট্টগ্রাম সফরে আসবেন। এ সফরকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের সকল স্তরের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত আমিরের সফরের মাধ্যমে বীর চট্টলা আবার জেগে উঠবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে দেওয়ানবাজারস্থ চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মোমিনুল হক, পশ্চিম জেলা সভাপতি আব্দুল রহিম ও উত্তর জেলা সভাপতি শওকত আলী প্রমুখ।



