গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ‍্য : ইঞ্জিনিয়ার সোবহান

‘বিএনপি’র প্রধান লক্ষ‍্য হচ্ছে জনগণের অধিকার আদায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ : ইঞ্জিনিয়ার সোবহান
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির প্রধান লক্ষ : ইঞ্জিনিয়ার সোবহান |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান লক্ষ‍্য হচ্ছে জনগণের অধিকার আদায়, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এ লক্ষ বাস্তবায়নেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে আনন্দ শোভাযাত্রা শেষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইঞ্জিনিয়ার সোবহান বলেন, ‘জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ‍্যে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তাই এ দিনটি শুধু বিএনপি নয়, সমগ্র বাংলাদেশী মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন।’

তিনি আরো বলেন, ‘বিগত পতিত সরকারের সময়ে দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। তাই এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে। আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে।’

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল আউয়াল লোকমান। প্রধান বক্তা ছিলেন তরুণ রাজনীতিবিদ পারভেজ সোবহান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শাহে আলম ফকির, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: মাহাবুবুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আনোয়ার সাদাত তোতা, বিএনপি নেতা মো: নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবদুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সভাপতি শোভন রহমান মনির, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: জামাল হাওলাদার, জেলা উত্তর যুবদলের যুগ্ম-সম্পাদক রাশেদুল ইসলাম টিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এস এম হীরা প্রমুখ।