ভাঙ্গায় শীতার্তদের মাঝে ইউএনওর শীতবস্ত্র বিতরণ

পরে তিনি উপজেলার বেশ কয়েকটি মাদরাসা, এতিমখানা ও মসজিদে শীতবস্ত্র বিতরণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মসজিদ, মাদরাসা, এতিমখানা ও হাটবাজারের ভ্রাম্যমাণ জনগণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷ প্রচণ্ড শৈত্যপ্রবাহ আর কনকনে শীতে যখন জবুথবু এ জনপদের ছিন্নমূল, সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বিভিন্ন মসজিদ, মাদরাসার এতিম শিশু আর বয়োঃবৃদ্ধরা তখন শীতার্তদের পাশে দাড়ান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আবু-জাহের।

রোববার কাকডাকা ভোরে যখন ছিন্নমূল মানুষগুলো ঘুমে তখন তাদের জন্য শীতবস্ত্র নিয়ে হাজির হন তিনি। প্রচণ্ড বৈরি আবহাওয়া আর খুব ভোরে শীতার্ত মানুষেরা কিছুটা অবাক হন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে তিনি উপজেলার বেশ কয়েকটি মাদরাসা, এতিমখানা ও মসজিদে শীতবস্ত্র বিতরণ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিতরণ কার্যক্রম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।