পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, মাঠে ৭ জন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মোখতার আহমেদ।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
রাঙ্গামাটি–২৯৯ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের মনোনয়ন প্রত্যাহার
রাঙ্গামাটি–২৯৯ আসনে জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদের মনোনয়ন প্রত্যাহার |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন সোমবার (২০ জানুয়ারি) বিকেল পর্যন্ত পার্বত্য রাঙ্গামাটি–২৯৯ আসনে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা মনোনয়ন প্রত্যাহারের আবেদনে তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনার আলোকে তার দাখিল করা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন।

উল্লেখ্য, তফসিল ঘোষণার আগ থেকেই রাঙ্গামাটি আসনে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত এই প্রার্থী। তবে ১১ দলীয় জোটের আসন সমঝোতার ফলে রাঙ্গামাটি–২৯৯ আসনে জোটের চূড়ান্ত প্রার্থী হিসেবে এখন মাঠে রয়েছেন বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী আবু বকর ছিদ্দিক।

রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন প্রত্যাহার শেষে এ আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এখন মোট সাতজন প্রার্থী রয়েছেন।

তারা হলেন- বিএনপির প্রার্থী দীপেন দেওয়ান, বাংলাদেশ খেলাফাত মজলিসের প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, ইসলামী আন্দোলনের প্রার্থী মো: জসিম উদ্দিন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো: আবুল বাশার (বাদশা) , বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা এবং স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা।

আগামীকাল বুধবার সকাল ১১টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সম্মেলন কক্ষে ২৯৯ রাঙ্গামাটি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হবে।

একই দিন সকাল সাড়ে ১১টার দিকে প্রার্থীদের উপস্থিতিতে আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত ব্রিফ্রিং অনুষ্ঠিত হবে।