রাঙামাটিতে গোলাপি হাতির মৃত্যু, পাহারায় মা

রাঙামাটির বরকল উপজেলায় সেই গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে; মা হাতিসহ একটি বন্য হাতির দল পাহারা দেয়ায় বন বিভাগ এখনো লাশ উদ্ধার করতে পারেনি।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Rangamati
মৃত শাবটির পাশেই দাঁড়িয়ে আছে মা হাতিটি, ইনসেটে সেই গোলাপি হাতিটি
মৃত শাবটির পাশেই দাঁড়িয়ে আছে মা হাতিটি, ইনসেটে সেই গোলাপি হাতিটি |সংগৃহীত

রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেয়ায় দু’দিন ধরে শাবকটির লাশ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা।

জেলার বরকল উপজেলার বরুনাছড়িতে চলতি বছরের জুন মাসে দেশের প্রথম ও একমাত্র গোলাপি হাতি শাবকটি দেখা গিয়েছিল। ওই সময় পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলা এলাকায় গোলাপী হাতি শাবকটি দেখা যায়। গোলাপী হাতি শাবকের আনুমানিক বয়স ছিল ছয় মাস।

গতকাল মঙ্গলবার কাপ্তাই হ্রদের পানিতে ভেসে আসার সময় হাতি শাবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে গেলেও লাশের পেছনে সাঁতরে আসা মা হাতিসহ বন্য হাতির একটি দলের কারণে শাবকটি উদ্ধার করা সম্ভব হয়নি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সুবলং রেঞ্জের কর্মকর্তা মতিউর রহমান জানান, কাপ্তাই হ্রদে বিরল গোলাপি রঙের হাতির শাবকটির লাশ ভাসছে- খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলেও হাতির শাবক উদ্ধারে আমরা এর কাছে যেতে পারছি না। কারণ শাবকটির মাসহ বুনো হাতির একটি পাল সেখানে দাঁড়িয়ে আছে। তাদের সরিয়ে দিয়ে আমরা হাতিটিকে উদ্ধারের চেষ্টা করছি।

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো: রফিকুজ্জামান শাহ বুধবার সকালে ঘটনাস্থলে যান। এসময় তিনি বলেন, গতকাল থেকে আমরা বন বিভাগের সবাই বুনো হাতি শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছি। কাপ্তাই হ্রদে ডুবে মারা যাওয়া হাতি শাবকটির পাশের টিলাতেই হাতি শাবকটির মাসহ একটি হাতির দল পাহারা দিচ্ছে। সে কারণে হাতি শাবকটিকে উদ্ধার করা যাচ্ছে না।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে হাতি শাবকটি খাড়া পাহাড় থেকে নামার সময় পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়। সেখান থেকে উঠতে না পেরে তার মৃত্যু হয়েছে। আজ আবারও হাতি শাবকটি উদ্ধারের চেষ্টা করা হবে। এরপর ভেটেরিনারি সার্জন দিয়ে ময়নাতদন্তের পর হাতি শাবকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই বছরই জুন মাসে কাপ্তাই হ্রদ সাঁতরে পাড় হওয়ার সময় ধারণ করা একটি ভিডিওতে প্রথমবারের মতো গোলাপি হাতি শাবকটি দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়। তখন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি খুবই স্বাভাবিক ঘটনা। কখনো কখনো এমন অদ্ভুত রং হয় বিভিন্ন প্রাণীর। এটি মূলত হরমোনজনিত ইস্যু। হাতির জিনগত কোনো অস্বাভাবিকতার কারণে অনেক সময় হাতির গায়ের রঙে ভিন্নতা আসে। এই শাবকটির ক্ষেত্রেও তাই হয়েছে।

সূত্র : বাসস