ঈশ্বরগঞ্জে সেপটিক ট্যাংকিতে পড়ে শিশুর মৃত্যু

অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির মুখ খোলা রাখায় এ দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

মো: আব্দুল আউয়াল, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)

Location :

Mymensingh
নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেপটিক ট্যাংকিতে পড়ে কানিজ ফাতেমা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কানিজ ফাতেমা স্থানীয় কামাল হোসেন ও শাহনাজ বেগমের মেয়ে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বেলা আনুমানিক ১১টার দিকে খেলার জন্য ঘর থেকে বের হয় ফাতেমা। পরে দুপুর ১টার দিকে গোসল করাতে শিশুটিকে খুঁজতে গিয়ে তার বাবা কোথাও খুঁজে পাননি। একপর্যায়ে খোঁজাখুঁজি শেষে বাড়ির পাশের প্রতিবেশী কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের বাথরুমের ডাকনাবিহীন সেপটিক ট্যাংকির ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুর লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, অসাবধানতাবশত নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকির মুখ খোলা রাখায় এ দুর্ঘটনা ঘটে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।