বরগুনার তালতলীতে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে নিহত হয়েছেন। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ফকিরহাট এলাকার ইঁদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিক ও তার বাবা হারুন হাওলাদারের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে। তবে তারা দীর্ঘদিন ধরে তালতলীর ফকিরহাট এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝালমুড়ি বিক্রেতা হারুন হাওলাদারের সাথে তার ছেলে শফিকের পারিবারিক বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় হারুন হাওলাদারের হাতে থাকা ঝালমুড়ির পেঁয়াজ-মরিচ কাটার ছুরি শফিকের পিঠে ঢুকে যায়। পরে গুরুতর আহত অবস্থায় শফিককে দ্রুত তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছেলের মাদক সেবনকে কেন্দ্র করেই এ ঘটনার সূত্রপাত হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



