চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জয়নুর (৫৫) নামে একজন নিহত হয়েছেন এবং আরো তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
আহতরা হলেন- খাজা আহমেদ (৫৭), জাহীর (৫০) ও দিপু (১৬)। তারা সবাই গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে জমিতে কাজ করতে গিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে তা মারাত্মক সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষ ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়ে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যান।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।’