সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুতের পর উদ্ধার কাজ শেষে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Sylhet
সিলেটে লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেন
সিলেটে লাইনচ্যুত হওয়া উদয়ন এক্সপ্রেস ট্রেন |সংগৃহীত

সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা হয়েছে।

এর আগে, চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি মঙ্গলবার সকাল ৭টার দিকে মোগলাবাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এর ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী কর্মীরা চেষ্টা চালিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করে।

এই দুর্ঘটনায় চালকসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানান দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মী রায়।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, ট্রেন যোগাযোগ বর্তমানে স্বাভাবিক রয়েছে। সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।