বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২ কোটি ২৪ লাখ টাকার চেক বিতরণ

‘সড়কে শতকরা ৩২ ভাগ তরুণরাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-নিহত হচ্ছেন। আমাদের আরো সচেতন হতে হবে। তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। তাদেরকে দক্ষ করে মানব সম্পদে পরিণত করতে হবে।’

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের চেক বিতরণ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের চেক বিতরণ |নয়া দিগন্ত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেছেন, ‘মোটর সাইকেল বিক্রেতা গ্রাহককে বিএসটিআই অনুমোদিত ২টি হেলমেট উপহার হিসেবে দিতে হবে। আমরা এই বিষয়ে গত সপ্তাহে একটি সার্কুলার করে দিয়েছি। সড়কে শতকরা ৩২ ভাগ তরুণরাই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-নিহত হচ্ছেন। আমাদের আরো সচেতন হতে হবে। তরুণ প্রজন্ম আমাদের দেশের সম্পদ। তাদেরকে দক্ষ করে মানব সম্পদে পরিণত করতে হবে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড কর্তৃক কুমিল্লা ও ফেনী জেলায় সংগঠিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ২৪ লাখ টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিআরটিএ’র কুমিল্লা সার্কেলের সহকরী পরিচালক মো: ফারুক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সুলতানা রাজিয়া।

এসময় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার কামরুল হাসান, কুমিল্লা জেলা সড়ক পরিবহন বাস মালিক গ্রুপের পক্ষে অধ্যক্ষ কবির আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন বআরটিএ’র চট্টগ্রাম বিভাগের পরিচালক মো: মাসুদ আলম।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কুমিল্লার ৪৬টি পরিবার ও ফেনী জেলার ২টি পরিবারের মাঝে ২ কোটি ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কুমিল্লা কালেক্টরেট জামে মসজিদের ইমাম কারী কাউছার আল হামীদ মাদানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরহাদ হোসাইন জারিফ।