সাটুরিয়ায় পুকুরে ডুবে হাফেজের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে ইয়াসিন আরাফাত (১৪) নামে এক হাফেজের।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়ায় পুকুরে ডুবে হাফেজের মৃত্যু
সাটুরিয়ায় পুকুরে ডুবে হাফেজের মৃত্যু |প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় পুকুরে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে ইয়াসিন আরাফাত (১৪) নামে এক হাফেজের।

বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে হরগজ আশরাফুল উলুম মাদরাসার সামনের পুকুরে এ ঘটনাটি ঘটে।

ইয়াসিন আরাফাত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালিয়াপাড়া গ্রামের মো: মুন্না মিয়ার ছেলে এবং হরগজ আশরাফুল উলুম মাদরাসার ছাত্র।

ইয়াসিনের মামা ও ওই মাদরাসার শিক্ষক হাফেজ মিজানুর রহমান বলেন, ‘আমার ভাইগ্না সাঁতার জানতো না। মাত্র দু’সপ্তাহ হয় ইয়াসিন এই মাদরাসায় ভর্তি হয়েছে। ছোট ছাত্রদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ইয়াসিনের মামা একটি ইউডি মামলা করেছেন বলে জানান তিনি।