মৌলভীবাজার জেলার কুলাউড়ার টিলাগাঁও রেল ক্রসিংয়ের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে আশিক (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া উপজেলার টিলাগাও রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশিকের বাড়ি উপজেলার পৃথিমপাশার বাখরনগর এলাকায়।
প্রাথমিকভাবে জানা গেছে, স্ত্রীর ওপর অভিমান করে আশিক লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন। এরপরই তিনি টিলাগাঁও ইউনিয়নের রেললাইনের নিচে গিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজও পাওয়া গেছে, যা ঘটনার সত্যতা আরো স্পষ্ট করছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিস্তারিত তদন্ত চলছে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খয়রুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আমার থানার অফিসার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছেন। রাত সাড়ে ৮টায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।