চালু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, বন্ধ হচ্ছে সিলেট-মদীনা ফ্লাইট

‘আমরা শিগগিরই বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসে সিলেট টু জেদ্দা ফ্লাইটের সবকটি আসন সিলেটের যাত্রীদের জন্য বরাদ্দ চাইব।’

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট ওসমানী বিমানবন্দর
সিলেট ওসমানী বিমানবন্দর |নয়া দিগন্ত

প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলের যুক্তরাজ্য প্রবাসীদের অপেক্ষা শেষে প্রায় আড়াই মাস পর ফের চালু হয়েছে বাংলাদেশ বিমানের সিলেট-ম্যানচেষ্টার ফ্লাইট।

রোববার (১৩ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানের একটি ফ্লাইট সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে যায়। এর মাধ্যমে সিলেটের যুক্তরাজ্য প্রবাসীদের দুর্ভোগ কিছুটা হলেও কমেছে।

তবে সিলেটের উমরাহ যাত্রীদের জন্য চালু হওয়া সিলেট টু মদীনা ফ্লাইট বন্ধ হচ্ছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট প্রতি সপ্তাহে সিলেট থেকে মদীনার উদ্দেশে ছেড়ে যেত। সাময়িক সময়ের জন্য সিলেট-মদীনা ফ্লাইট বন্ধ হওয়ার কথা জানালেও খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা দেখছেন না সিলেটের ট্রাভেল ব্যবসায়ীরা। এটিকে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য মরার উপর খাঁড়ার ঘাঁ হিসেবে দেখছেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৫ সালের হজ্জ ফ্লাইট নির্বিঘ্নে পরিচালনার জন্য ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সিলেট-ম্যানচেষ্টার রুটের ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দেয় বিমান। এ নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা অনেকটাই ক্ষুব্ধ হন। তাদের আশঙ্কা ছিল-এই রুটের বিমানের ফ্লাইট স্থায়ীভাবে বন্ধ হয়ে যাচ্ছে। এ রুটে ফ্লাইট বন্ধ হলে তারা রেমিট্যান্স বন্ধের হুমকি দিয়েছিলেন। অবশেষে ফ্লাইটটি চালু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন সিলেটের মানুষ।

এদিকে সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য সপ্তাহে সিলেট টু জেদ্দা দুটি এবং সিলেট টু মদীনা একটি ফ্লাইট চালু করে বাংলাদেশ বিমান। কিন্তু এসব ফ্লাইটে সিলেটের মাত্র ৫০ থেকে ৬০ জন যাত্রী আসন পেতেন। বাকি আসনগুলো ঢাকা থেকেই পূরণ করা হতো। এতে সিলেটের হজ্জ যাত্রীগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন। এমন পরিস্থিতিতে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের নেতারা সিলেটের যাত্রীদের জন্য কমপক্ষে ৩০০ আসন বরাদ্দর দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন। বিমান কর্তৃপক্ষের কাছ থেকে ইতিবাচক আশ্বাসও পেয়েছিলেন তারা। কিন্তু শেষ পর্যন্ত উলটা সিলেট টু মদীনা ফ্লাইট সাময়িক সময়ের জন্য বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন হাব সিলেট অঞ্চলের নেতারা।

এ ব্যাপারে হজ্জ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের সেক্রেটারি মো: আব্দুল কাদির দৈনিক নয়া দিগন্তকে বলেন, ‘সিলেট থেকে ওমরাহ যাত্রীদের জন্য সপ্তাহে তিনটি সরাসরি ফ্লাইট চালু ছিল। কিন্তু এসব ফ্লাইটে সিলেটের মাত্র ৫০ থেকে ৬০ জন যাত্রী আসন পেতেন। আমরা সিলেটের জন্য ৩০০ আসন বরাদ্দের দাবি জানিয়েছিলাম। কিন্তু এখন শুনতে পাচ্ছি উলটা সিলেট টু মদীনা ফ্লাইটটি বন্ধ হতে যাচ্ছে। যা সিলেটের ওমরাহ যাত্রীদের জন্য একটি দুঃখজনক সংবাদ। আমরা শিগগিরই বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বৈঠকে বসতে যাচ্ছি। সেই বৈঠকে আমরা সিলেট টু জেদ্দা ফ্লাইটের সবকটি আসন সিলেটের যাত্রীদের জন্য বরাদ্দ চাইব।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট জেলা ব্যবস্থাপক মো: শাহনেওয়াজ তালুকদার দৈনিক নয়া দিগন্তকে বলেন, সিলেট টু ম্যানচেষ্টার ফ্লাইটটি কিছুদিনের জন্য বন্ধ ছিল। অবশেষে রোববার চালু হয়েছে। সিলেট টু মদীনা ফ্লাইটটিও সাময়িক সময়ের জন্য বন্ধ থাকতে পারে। কিন্তু সপ্তাহে সিলেট টু জেদ্দার দুটি ফ্লাইট চালু থাকবে। হাব সিলেট অঞ্চলের নেতাদের আসন বরাদ্দের দাবিগুলো বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করতে পারেন।