নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যা

সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
নরসিংদী সদর মডেল থানা
নরসিংদী সদর মডেল থানা |সংগৃহীত

নরসিংদীর ব্রাহ্মন্দীতে রিজভী (৩৬) নামে এক বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ডিস ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

রিজভী নরসিংদী শহরের বীরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে। তিনি আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ আগানগর দীর্ঘদিন ধরে ডিস ও ইন্টারনেট সেবার ব্যবসার সাথে জড়িত।

স্থানীয়দের বরাতে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, রায়পুরার হাসনাবাদ খলাপাড়া এলাকার 'সন্ত্রাসী' তৈয়ব ও তার পরিবারের ওপর হামলা করতে নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার লোকজন। সেখানে পাল্টা হামলার শিকার হয়ে রিজভী ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদকসহ নানা অভিযোগে বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।