শিবির সভাপতি জাহিদুল ইসলাম

দেশে আর কোনো চাঁদাবাজি, দুর্নীতি ও হত্যার রাজনীতি চলবে না

‘আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠার মাধ্যমে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল। দিল্লির কাছে দেশকে ইজারা দিতে বিডিআর বিদ্রোহ ও শাপলা চত্বরে আলেমদের গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে।’

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
পাবনার সাঁথিয়ায় বক্তব্য রাখছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম
পাবনার সাঁথিয়ায় বক্তব্য রাখছেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো: জাহিদুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে আর কোনো সন্ত্রাসবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও হত্যার রাজনীতি চলবে না। পাথর মেরে মানুষ হত্যা ও পাথর বিক্রির রাজনীতিও চলবে না।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে আমূল পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু বিশেষ একটি মহলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কেউ কেউ জুলাইকে ৭১’র মতো ব্যবসায়ীক কার্ড হিসেবে ব্যবহার করছে।’

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে পাবনার সাঁথিয়ার ফুটবল মাঠে আয়োজিত ছাত্র ও যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‎তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনকে নিয়ে ক্রেডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিরিটকে তারা হারিয়ে ফেলছে। জুলাইয়ের স্পিরিটকে তারা বিক্রি করে দিচ্ছে। জুলাইকে তারা বিক্রি করে কোটি কোটি টাকা কামাই করছে। আজকে সচিবালয় ও মন্ত্রণালয়গুলোতে যান, এখনো ঘুষ-দুর্নীতি বন্ধ হয়নি। এজন্য কি শহীদরা জীবন দিয়েছিল? এরপর বাংলাদেশে দুর্নীতি চলবে এটা হবে না। আমরা বলতে চাই, আপনারা ভালো হয়ে যান। ইতিহাস থেকে শিক্ষা নিন।’

জাহিদুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৬ সালে লগি-বৈঠার মাধ্যমে হত্যা করে লাশের ওপর নৃত্য করেছিল। এরপর ক্ষমতায় এসেই দেশপ্রেমিক সেনা অফিসারদের হত্যা করেছে। দিল্লির কাছে দেশকে ইজারা দিতে বিডিআর বিদ্রোহ ও শাপলা চত্বরে আলেমদের গণহত্যার মতো ঘটনা ঘটিয়েছে।’

তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লব হঠাৎ কোনো ঘটনা নয়। এটি বহু দিনের ক্ষোভ ও জাগরণের বহিঃপ্রকাশ। জীবন দিবো কিন্তু কোনো বাতিলের কাছে আমরা মাথা নত করব না। এই আদর্শিক ভিত্তি থেকে জুলাই সংগঠিত হয়েছিল।’

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াত মনোনিত প্রার্থী নাজিবুর রহমান মোমেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মোমেন শহীদদের উত্তরসূরী। তিনি তরুণ প্রজন্মের আইকন। এক সময় তিনি বিশ্ব আন্দোলনের নেতৃত্ব দেবেন। এজন্য আমি সাঁথিয়াবাসীকে নাজিবুর রহমান মোমেনকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার উদার্ত আহ্বান জানাই।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ‘আগামী দিনের বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ ও আদর্শের বাংলাদেশ। এই আদর্শের কারণেই দেশের দামাল ছেলেরা আত্মত্যাগের মাধ্যমে, রক্তের মাধ্যমে ৩৬ জুলাই সৃষ্টি করেছিল। তাদের এ রক্ত বৃথা যেতে পারে না। যে জমিনে ৭১’র শহীদের রক্ত লেগে আছে, ৩৬ জুলাইয়ের শহীদদের রক্ত লেগে আছে, সে জমিনে অবশ্যই ইসলাম বিজয়ী হবে।’

‎সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, পাবনা-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন, সহকারী সেক্রেটারি আবু সালেহ আব্দুল্লাহ প্রমুখ।