ময়মনসিংহের ভালুকায় মো: আবুল কাশেম নামের এক ব্যক্তিকে অজ্ঞান করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আবুল কাশেম (৫০) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও গ্রামের মো: আবুল কাশেম মঙ্গলবার দুপুরে দুই লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার ডাকাতিয়া চৌরাস্তায় বাংলাদেশ কৃষি ব্যাংকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলার চাঁনপুর এলাকায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি তার মোটরসাইকেলের গতিরোধ করার চেষ্টা করলে তিনি উল্টা দিকে আসার চেষ্টা করেন। এসময় ওই দুই ব্যক্তি তাকে ঝাপটে ধরে এবং তার মুখে কিছু একটা লাগিয়ে দিয়ে তাকে অজ্ঞান করে তার সাথে থাকা ওই টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁনপুর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে যান।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, বিষয়টি কেউ তাকে জানায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।