সিংড়ায় পলকের বিয়াই বাবুসহ গ্রেফতার ২

আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাবু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিয়াই।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাহবুব আলম বাবুসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

আওয়ামী লীগ নেতা মাহবুব আলম বাবু পৌর শহরের চাঁদপুর মহল্লার ওসমান আলী মাস্টারের ছেলে ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিয়াই।

গ্রেফতার অপরজন হলেন- হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।