মুরাদনগরে অজ্ঞাত পরিচয় নবজাতকের লাশ উদ্ধার

বুধবার দুপুরের দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম জানান, বুধবার সকালে তার নাতনি পুকুরে একটি পুতুল পড়ে থাকতে দেখে তা তুলে দেয়ার বায়না ধরে। পরে মরিয়ম বেগমের মেয়ে পুকুরে নেমে পুতুল ভেবে তুলতে গিয়ে দেখতে পান সেটি একটি নবজাতকের নিথর দেহ। বিষয়টি দ্রুত মুরাদনগর থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান জামিল খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পাশাপাশি শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।