নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

জালাল উদ্দিন মনির, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
নবীনগর থানা
নবীনগর থানা |সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-রাধিকা সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো পাঁচজন।

শুক্রবার (৯ মে) রাতে নবীনগর-রাধিকা সড়কের কনিকাড়া বাজার সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহতরা হলেন উপজেলার শ্রীরামপুর গ্রামের মরহুম হাসান আলীর ছেলে আক্তার হোসেন খন্দকার (৬৫), নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের সদস্য ও বগডহর গ্রামের বাসিন্দা মো: বিল্লাল হোসেন (৫৫) এবং লাউরফতেহপুর ইউপির আহমদপুরের সিরাজুল ইসলাম (৭০)।

আহতরা হলেন জালাল উদ্দিন (৫৫), আমির হামজা (২৫), মোটরসাইকেলে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদরের ভাদুঘর গ্রামের মহিউদ্দিন সামি (২৩) ও আরিফ (৩২)। আরো একজনের নাম-পরিচয় এখানো জানা যায়নি।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানিয়েছে, রাত পৌনে ১০টার দিকে নবীনগরের আলীয়াবাদ-রাধিকা সড়কে কনিকাড়া বাজারের পশ্চিমপাশে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাতজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক আক্তার হোসেন খন্দকারকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বিল্লাল হোসেন ও সিরাজুল ইসলামকে কুমিল্লা নেয়ার পর তারা মারা যান।

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আলীয়াবাদ-রাধিকা সড়কে শুক্রবার রাতে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন। লাশ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।