সরকারি ছুটি থাকা সত্ত্বেও বেনাপোল কাস্টমস কর্মকর্তাদের পূজার ছুটি বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার পূজার ছুটির দিনেও সীমিত পরিসরে কাস্টমস ও বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার তৌফিকুর রহমান। এ তথ্য তিনি স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে নিশ্চিত করেন।
সরেজমিনে সকালে বেনাপোল কাস্টমস ও বন্দরে দেখা গেছে, ছুটি বাতিল হওয়ায় কর্মকর্তারা যথাসময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। তবে ব্যবসায়ীদের উপস্থিতি ছিল অত্যন্ত কম, ফলে কার্যক্রমে গতি আসেনি এবং রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে কোনো অগ্রগতি হয়নি।
ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ছুটির দিনে কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হঠাৎ করে জানানো হয়েছে। তারা বলেন, ‘২/১ দিন আগে জানালে আমরা প্রস্তুতি নিতে পারতাম। পূজার ছুটির কারণে আমাদের স্টাফরা আগেই চলে গেছে। এখন কার্যক্রম চালাতে পারছি না।’