কুষ্টিয়ার দৌলতপুরে রফিকুল ইসলাম রফি (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হত্যাকারীদের এলোপাতাড়ি গুলিতে আরো দু’জন স্থানীয় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক রফিকুল একই গ্রামের মত আলি মোল্লার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রফিকুল কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। ক্ষেতে কাজ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের সকেত মেম্বারের বাড়ির পাশে একটি চায়ের দোকানে আরো কয়েকজনের সাথে বসে চা খাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলযোগে তিনজন দুর্বৃত্ত এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পরে বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রফিকুল। এ সময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধরতে এগিয়ে এলে কয়েক রাউন্ড এলোপাতাড়ি গুলির ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে রবজেল ও ইউসুফ নামে আরো দু’জন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিকে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং এলাকাবাসীকে শান্ত করার চেষ্টা করেন। হত্যাকাণ্ডে কারা জড়িত সেই বিষয়ে পুলিশ বা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি অ্যাপাচি আরটিআর বাইকে চড়ে তিনজন দুর্বৃত্ত এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। রফিকুল কৃষি কাজ করলেও স্থানীয় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। তবে কারো সাথে তার কোনো দ্বন্দ্ব ছিল না।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি নিক্ষেপ করে, ফলে রফিকুল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরো দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’



