কুয়াকাটায় টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন

আরো কয়েকদিন এভাবে বৃষ্টি চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাবে। তখন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।

মিজানুর রহমান, কুয়াকাটা (পটুয়াখালী)

Location :

Patuakhali
কুয়াকাটায় টানা বৃষ্টি
কুয়াকাটায় টানা বৃষ্টি |নয়া দিগন্ত

উপকূলীয় জনপদ কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তিন দিনের গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টির পর গতকাল বুধবার রাত থেকে শুরু হয়েছে একটানা ভারী বর্ষণ। এতে পটুয়াখালীর কলাপাড়াসহ কুয়াকাটা উপকূলজুড়ে নেমে এসেছে স্থবিরতা।

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। অবিরাম বৃষ্টিতে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। দিনমজুর, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্নআয়ের মানুষজনের জীবন হয়ে উঠেছে কষ্টকর। টানা বর্ষণে কলাপাড়ার বিভিন্ন এলাকায় আমনের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। জমিতে জমে থাকা পানিতে ফসল পঁচে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। মৌসুমি সবজি ক্ষেতও পানির নিচে ডুবে থাকায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়েছে।

স্থানীয় কৃষক আব্দুল হালিম বলেন, ‘টানা বৃষ্টিতে আমার আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। আরো কয়েকদিন এভাবে বৃষ্টি চলতে থাকলে ফসল নষ্ট হয়ে যাবে। তখন পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। একইসাথে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও সতর্ক করেছে তারা। ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের পাশাপাশি মৎস্যজীবীদেরও দুর্ভোগ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।