আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
ঢাকার আশুলিয়ায় দুই সাংবাদিকের নামে বঙ্গবন্ধু সৈনিক লীগের ঢাকা জেলার আইনবিষয়ক সম্পাদক নাছরীন আক্তারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যমকর্মীরা।
বুধবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া রাজস্ব সার্কেল ভবনের সামনে সাভার ও আশুলিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আশুলিয়া থানার ওসি সাংবাদিকদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন চুরির মামলাটি গ্রহণ করেছেন। প্রাথমিক তদন্ত ছাড়াই তিনি দ্রুততার সাথে মামলাটি নথিভুক্ত করেছেন যা দায়িত্বশীল সাংবাদিকতাকে চ্যালেঞ্জ করার সামিল।
আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি লাইজু আহম্মেদ চৌধুরি বলেন, ‘সাংবাদিকদের কণ্ঠরোধ করার জন্য চুরির মতো মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। এর আগেও আরো দুইজন সাংবাদিকের নামে মিথ্যা ভাঙচুরের মামলা নেন এই ওসি।’
আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি তুহিন আহামেদ বলেন, ‘আমরা শুধু জনস্বার্থে তথ্য জানতে চাই। ব্যক্তিগত সুবিধা নিতে যাই না। তার ফলস্বরূপ আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হয়। এই মামলা আমাদের কাজ থেকে বিরত রাখতে পারবে না। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।’
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ও আশুলিয়া প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক, যুগ্ম-সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক মো: শফিউল্লাহসহ অন্যরা।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যসহ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক।
গত ২ নভেম্বর আশুলিয়া থানায় ঢাকা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আইনবিষয়ক সম্পাদক নাছরীন আক্তার বাদী হয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ বুলেটিন’ এর সাভার প্রতিনিধি ও আশুলিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাকিব আসলাম ও ‘সকালের সময়’ পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমনের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার দায়ের করেন।



