পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াত। এসময় মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে ডিআইটি প্রদক্ষিণ করে চাষাঢ়া এসে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে ওই বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মমিনুল হক সরকার।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের মানুষ ইসলামকে বিজয়ী করলে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। অতীতের দিনগুলোতে ইসলাম না থাকার কারণেই, কুরআন না থাকার কারণেই, নামাজ ভিত্তিক সমাজ না থাকার কারণেই, যাকাত ভিত্তিক সমাজ না থাকার কারণেই দেশের মানুষ নির্যাতিত হয়েছে, নিপিড়ীত হয়েছে, জুলুমের শিকার হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এক শ্রেণির জালেম যারা সারাজীবন ক্ষমতায় থাকার কারণে শুধু নারায়ণগঞ্জ নয়, সারাদেশেই জুলুম নির্যাতন চালিয়ে শেষে দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিছু লোক পালিয়ে গেলেও তাদের অসংখ্য দোসর দেশের মধ্যে আবার তারা সেই পুরনো অবস্থায় দেশকে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছে।’
মাওলানা আবদুল জব্বার বলেন, ‘দেশের সাধারণ মানুষ এবার পরিবর্তন চায়, পতিত স্বৈরাচারী সরকারের মতো আর কোনো ভোট ডাকাতি দেখতে চায় না। দেশের সিংহভাগ মানুষ যেখানে পি আর পদ্ধতি চায় আশা করি নির্বাচন কমিশন আমলে নিয়ে অনতিবিলম্বে যখন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে তখন ফাইনালিভাবে পি আর পদ্ধতি রাখতে হবে।’
তিনি আরো বলেন, ‘আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো লেভেল প্লেয়িং ফিল্ড, যারা নির্বাচন, নির্বাচন করছেন আগের মতো যদি ভোট ডাকাতি হয়ে যায়, আগের মতো যদি আহমাদের অধিকার ছিনিয়ে নেয়ার মতো অবস্থা হয়। এটি বাংলাদেশের আর কেউ মেনে নেবে না।’
যারা সংস্কার ছাড়া নির্বাচন জিকির করছেন তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমাদের পাশের দেশে একটি ষড়যন্ত্র মূলক পরিকল্পনা হচ্ছে, যেনোতেনো করে বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে আবার একটি দলকে নির্বাচিত করে স্বৈরাচারী করে গড়ে তোলা। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নিবে না।
মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় ওই প্রোগামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, মুহাম্মদ জাকির হোসাইন,মাওলানা ওমর ফারুক, সাঈদ তালুকদার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজি শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আবদুল মোমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।