সোনাইমুড়ীতে বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা

নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Location :

Sonaimuri

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির ঘরের পিড়া কেটে ঘরে ঢুকে এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুবৃত্তরা।

শুক্রবার (২০ জুন) বিকেল ৪টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণ করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ডটি ঘটে।

নিহত ওই নারীর নাম সেতারা বেগম (৭২)। তিনি উপজেলার ৮নং সোনাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের ওসমান আলী হাজী বাড়ির মৃত মোফাজ্জল হকের স্ত্রী। তিনি ৪ ছেলে ও ১ কন্যা সন্তানের জননী।

তাৎক্ষণিকভাবে হত্যার কোনো কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে সোনাইমুড়ী থানা পুলিশ, পিবিআই ও ডিবি সদস্যরা উপস্থিত হয়ে হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত সিতারা তার ছোট ছেলের সাথে সোনাইমুড়ী পৌরসভা এলাকায় বসবাস করতেন। ঈদুল আজহা উপলক্ষে তিনি পরিবারে সবার সাথে বাড়িতে বেড়াতে আসেন। পরিবারের সকলে শহরে যার যার বাসস্থানে ফিরে গেলেও তিনি কয়েকদিন পর যাবেন বলে গ্রামের বাড়িতে একা থেকে যান।

বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে ছিলেন তিনি। শুক্রবার সকাল ১১টার দিকে আশপাশের লোকজন তার কোনো সাড়া শব্দ না পেয়ে বন্ধ ঘরের জানালা দিয়ে ভেতরে সিতারার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে টিনশেড ঘরের পিড়া কাটা দেখেন। এলাকাবাসীর ধারনা পিড়া কেটে ঘরে ঢুকে তাকে হত্যা করা হয়েছে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চুরি-ডাকাতির সময় তাদের চিনে ফেলায় নরীকে গলা কেটে হত্যা করা হতে পারে। এ বিষয়ে আমাদের তদন্ত চলছে। তবে লাশ ময়নাতদন্তের পর হত্যার আসল রহস্য উদঘাটন হবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।