শ্রীপুরে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

Location :

Gazipur
শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ
শ্রীপুরে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ |নয়া দিগন্ত

জাতীয় নির্বাচন পদ্ধতিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) চালুসহ কেন্দ্রঘোষিত ৫ দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা জামায়াতের উদ্যোগে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল ইসলাম ও সঞ্চালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশী ড. মো: জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘আমাদের দাবিগুলো হলো- আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে হবে এবং তা জাতীয় সনদের ভিত্তিতে ও পিআর পদ্ধতিতে পরিচালিত হতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এ ৫ দফা দাবির বাস্তবায়ন অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামী এসব দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডা. জসিম উদ্দিন, পৌর আমির ডা. আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী, বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মো: সুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।

বক্তব্য শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও নানা স্লোগানে সজ্জিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে মিছিল সম্পন্ন করেন। মিছিলটি রেলওয়ে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে উপজেলার সামনে গিয়ে শেষ হয়।